নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার ভূঁইগড় এলাকা থেকে জসিম উদ্দিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসিম নোয়াফতুল্লাখালীর চাটখিল উপজেলার শ্রীনগর এলাকার নূরুল হক মৃধার ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, দুপুরে নিজ ঘরে জসিমের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর হাসেপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।