নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা প্রতিনিধি ) : বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ফতুল্লা যমুনা ডিপো ইউনিটি কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। মোঃ রহমত উল্লাহকে সভাপতি এবং হাজ্বী মোঃনুরুল আমিনকে সাধারন সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্য সদস্যরা হলো-মোঃ আমিনুল ইসলাম হিরো সহ-সভাপতি, মোঃ মোখলেছুর রহমান সহ-সাধারন সম্পাদক, মোঃসালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক, মোঃশাহজাহান সানা প্রচার সম্পাদক, মোঃসোহেল মিয়া দপ্তর সম্পাদক, মোঃশাহীন কোষাধ্যক্ষ এবং কার্য্যকরী সদস্য মোঃ আসাদুজ্জামান, আব্দুল খালেক, জাকির হোসেন, সাইজদ্দিন, মোঃদুলাল, নূর উদ্দিন, ওয়াহিদসহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আবদুল মতিন মুন্সী এবং সাধারন সম্পাদক হাজী আক্তার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটির অনুমোদন করা হয়েছে। গতকাল যমুনা ডিপোর অফিস কক্ষে নয়া কমিটির পরিচিতি অনুষ্ঠানে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি রহমতউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আবদুল মতিন মুন্সী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃনাজমুল হাসান, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল হোসেন, উক্ত ডিপোর ডিএম মোঃ রবিউল, মেঘনা ডিপোর ম্যানেজার মোঃ আসফাকুল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম শহীদুল্লাহ, ট্যাংকলরী মালিক সমিতির থানা শাখার সভাপতি মোঃ সাঈদুর রহমান রিপন, সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পদ্মা ডিপোর গোদনাইল শাখার সভাপতি জাহিদ হোসেন, মেঘনা ডিপোর গোদনাইল শাখার সভাপতি আশ্রাফ উদ্দিন, যমুনা ডিপোর সভাপতি মোঃ জয়নাল আবেদীন টুটুলসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে নবক নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়। সে সাথে নয়া কমিটির নেতৃবৃন্দ যমুনা ডিপোসহ সাধারন শ্রমিকদের স্বার্থে সকল কিছু করার জন্য অঙ্গীকার বদ্ধ হউন।