ফতুল্লায় মালিকানা জমির নির্মাণ কাজে মুন্না গংয়ের সন্ত্রাসী তান্ডব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : ফতুল্লায় ক্রয়কৃত মালিকানা জমিতে নির্মানাধীণ কাজে সন্ত্রাসীদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও ওই জমি দখলের চেষ্টা সহ প্রাণনাশের হুমকী দিয়েছে সন্ত্রাসী বাহিনী। এ নিয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী রহিমা বেগম। সে পশ্চিম ভোলাইল শান্তিনগর (আলীপাড়া) এলাকার বাসিন্দা।

অভিযোগে জানা যায়, জমির মূল মালিক কমর আলী, আমজাদ হোসেন, রংমালা, সোনাই বিবি মনোয়ারা বেগমদের নিযুক্তীয় আম মোক্তার- মোঃ মশিউর রহমান পাভেল (৪৫), পিতা: মৃত আবুল হোসেন, আৰু মিয়া, সাং- কাশীপুর মধ্যপাড়া, থানা: ফতুল্লা, এর নিকট হইতে ক্রয় করে নামজারী ও জমাখারিজ দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল কর আসছে।তবে বিবাদী- মুন্না (৩৫), পিতা- সুরুজ মিয়া, এবং মোঃ নুরুজ্জামান পিতা: আলী মিয়া, তার সহযোগী আরো অজ্ঞাতনামা লোকজন গত ৫ মার্চ বিকালে জমি দখল করতে চায়। এমনকি ১নং বিবাদী ও তাহার সহযোগী তার বাড়ি নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদেরকে প্রাণ নাশের হুমকি দেয়। এছাড়াও প্রায় ২০ হাজার  টাকার নির্মাণ সামগ্ৰী   ক্ষতিসাধন করে।

add-content

আরও খবর

পঠিত