নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নে অসহায় মানুষের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিলেন গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাস্ট। কর্মহীন মানুষকে ভ্যান গাড়ি, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও অসহায়দের শীত বস্ত্রসহ শাড়ি, লুঙ্গি উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের অন্যতম নেতা প্রয়াত গোলাম সারোয়ারের স্বজনরা। রবিবার (২৮ জানুয়ারি) বিকালে পূর্ব দেলপাড়া এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় ট্রাস্টের উপদেষ্টা এবং গোলাম সারোয়ারের পরিবার সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, মানুষের কল্যানে কাজ করছে গোলাম সারোয়ার ট্রাস্ট। আজ ৭ শত শার্ট, জ্যাকেট, শাড়িসহ হু্ইল চেয়ার দিলাম। নারীদের জন্য বিয়ের শাড়িও রেখেছি। আগামীতেও এভাবে গরীব-দু:খীদের পাশে থাকার চেষ্টা করবো।
এসময় কুতুবপুর ইউনিয়ন ৪,৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও থানা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু,ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মুঞ্জুরুল ইসলাম মঞ্জু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মানিক চাঁন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী মো. বাচ্চু, মো. আরমান, মো. জামাল, মো. লিটন মাদবর সহ আরও অনেকে।