ফতুল্লায় ভোক্তা অধিকারের অভিযানে কয়েল কারখানা সিলগালা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় এম কে এন্টারপ্রাইজে ঈগল, গাংচিল, মাকস ও তুলশী পাতা নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে মশার কয়েল উৎপাদন ও বৈধ কাগজপত্র প্রদর্শন না করায় এবং সরকারি কাজে সহযোগিতা না করার অপরাধে একটি মশার কয়েল কারখানা সিলগালা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১২ জানুয়ারি মঙ্গলবার ফতুল্লার কুতুবপুরের রঘুনাথপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ওই মশার কয়েল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ৩০ কাটুন ঈগল, গাংচিল, মাকস ও তুলশী পাতা নামে মশার কয়েল জব্দ করা হয়।

জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অভিযান চালিয়ে মেসার্স এম কে এন্টারপ্রাইজে ঈগল, গাংচিল, মাকস ও তুলশী পাতা নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে মশার কয়েল উৎপাদন ও বৈধ কাগজপত্র প্রদর্শন না করায় এবং সরকারি কাজে সহযোগিতা না করার অপরাধে মশার কয়েল কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অভিযানকালে এ সময় উপস্থিত ছিলেন বাজার কর্মকর্তার প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।

add-content

আরও খবর

পঠিত