নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : গত শনিবার গভীর রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে বি,এন,পি নেতা মো. সাইফুল ইসলাম (৩৮) কে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার পুলিশ গত শনিবার রাত সাড়ে তিনটায় ফতুল্লার কুতুবপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ অভিযানে সাইফুল ইসলাম কে গ্রেপ্তার করেছে। সে কুতুবপুর দৌলাতপুর এলাকার মৃত আ. সাত্তার মুন্সীর ছেলে। সে কুতুবপুর ইউনিয়ন ৫ নং- ওয়ার্ডের বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক ।
পুলিশ আরো জানান, বিএনপি ও তার অংগ সংগঠনের নেতা কর্মীরা কেন্দ্রীয় সমাবেশ ঘিরে নাশকতা বা কোন ধরনের আইন শৃঙ্খলা বিঘœ ঘটানো কাজ করতে না পারে জনগনের জান মাল রক্ষার্থে এই অভিযান চালানো হয়।