ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মফিজ মৃধা (৪৫) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে ফতুল্লার বক্তাবলী এলাকায় এনবিএম ব্রিক ফিল্ড নামে ইটভাটায় ওই ঘটনা ঘটে। নিহত মফিজ মৃধা বরগুনা জেলার আমতলী এলাকার মৃত সোনালী মৃধার ছেলে। সে ওই ব্রিক ফিল্ডের শ্রমিক।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, বিকেল ৩টায় ইটভাটার মোটরের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মফিজ মৃধা। পরে অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত