নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লা উপজেলার ইনপা সুপার মার্কেটের সামনে মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত সাইফুল ইসলাম ভৈরবের কুলিয়ারচরের ওসমানপুরের নুরুল ইসলামের ছেলে। তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুরের নুর ইসলামের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ফুপাতো বোনজামাই মনির হোসেন জানান, সাইফুল ভাড়া বাড়িতেই একাডেমি কোচিং সেন্টার চালু করেছেন। বুধবার ফতুল্লা পাইলট স্কুলে যোগদানের কথা ছিল। ফতুল্লা রেলস্টেশনের ইনপা সুপার মার্কেটের সামনে বিদ্যুতের খুঁটিতে একাডেমির ফেস্টুন টানানোর সময় তারে স্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।