ফতুল্লায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলা মেরী এন্ডারসনের বিপরীতে নিউ ন্যাশানাল ব্রিক ফিল্ডের পূর্ব পার্শ্বের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল করিম জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহতের পরনে লুঙ্গি ও ফুলহাতা চেক শার্ট রয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই মোফাজ্জল করিম।

add-content

আরও খবর

পঠিত