ফতুল্লায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে । বুধবার (৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে তোলেরবাগ এলাকায় সংঘর্ষের রূপ নিলে এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ রিপোর্ট লিখা র্পযন্ত তাদের মধ্যে মমতাজ বেগম, পলাশ, আব্দুর রহমান বিশ্বাসের নাম পাওয়া গেলেও অন্যদের নাম জানা যায়নি। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এমন খবরে দুই পক্ষের মাঝে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। ঘটনাস্থল থেকে রিকশা গ্যারেজ মালিক আরিফ হোসেনর লোক জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত