ফতুল্লায় নির্মানাধীণ ভবন থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা প্রতিনিধি) : ফতুল্লায় গলায় ফাস দেয়া ঝুলন্ত অবস্থায় নুরুল আলম তানজীল (৪৫) লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার সকালে কাশিপুর রনি গার্মেন্টস সংলগ্ন একটি নির্মানাধীণ ভবনের কক্ষের ভিতরে শ্রমিকরা লাশটিকে দেখলে পুলিশকে অবগত করে। জানা গেছে, মৃত নুরুল আলম তানজীল, চাঁদপুর জেলা ও থানাধীণ প্রজাপতি গ্রামের  মৃত জয়নাল আবেদীন এর ছেলে। সে র্দীঘদিন যাবত নারায়ণগঞ্জের বাংলাবাজার, আমবাগান এলাকার হেপি ভিলার ৩য় তলায় ভাড়ায় বসবাস করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত নুরুল আলম তানজীল রসুলপুরের একটি ড্রাইংয়ে কাজ করত। গতকাল রাত ৮ টায় বাসা থেকে বের হয়। এরপর রাত ১টায় পরিবারের সাথে তার র্সবশেষ যোগাযোগ হয়। তারপর থেকে মুঠোফেনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ পরির্দশক মাসুদ জানায়, গলায় ফাস দেয়া ঝুলন্ত অবস্থায় নুরুল আলম তানজীলের লাশ আমরা উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠিয়েিেছ। লাশটির সুরত হাল প্রতিবেদন প্রক্রিয়াধীণ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে এটা আত্মহত্যা।

add-content

আরও খবর

পঠিত