ফতুল্লায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২তলা বিল্ডিং থেকে রাস্তায় পড়ে গিয়ে রুবেল সরদার (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৭ই ডিসেম্বর সোমবার সন্ধায় ফতুল্লার পোস্ট অফিস রোড এলাকায় আমেরিকান প্রবাসী রোকেয়া বেগমের বিল্ডিং এ ঘটনা ঘটে।

নিহত রুবেল সরদার পটুয়াখালী জেলার ধুমকি থানার পাঙ্গাসিয়া এলাকার নজরুল সরদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে দাপা এলাকার রতন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, নিহত রুবেল লেবার সরদার আব্দুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্মাণাধীন ভবনের কাজ করতো। সোমবার বিকালে পোস্ট অফিস রোডস্থ রোকেয়া বেগমের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার বাইরের দিকে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে আহত হয়। এসময় স্থানীয়রা আহত রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার বাহিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল রাস্তায় ছিটকে পড়ে। এ সময় রুবেল গুরুতর আহত হয়। আহত রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা থানার (ওসি) রকিবুজ্জামান বলেন, রুবেল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

add-content

আরও খবর

পঠিত