ফতুল্লায় নান্নুর উদ্যোগে দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( স্টাফ রিপোর্টার ) : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ফতুল্লার শিবু মার্কেট এলাকা অসহায় দু:স্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ২৯ রমজান, ১২ই মে বুধবার সকালে ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আতাউর রহমান নান্নুর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।

ঈদ সামগ্রী বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এম শওকত আলী বলেন, করোনা মহামারির এই দু:সময়ে কঠিন সময় পার করছে সবাই। অসহায় ও দু:স্থ মানুষের দুর্দশার মাত্রা চরমে পৌঁছেছে। কর্মহীন হয়ে পড়েছে তাদের অনেকেই। অর্থের অভাবে প্রিয়জনকে ঈদ উপহার কিনে দিতে পারছে না তারা। এমন পরিস্থিতিতে কিছু দু:স্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের এই উদ্যোগ নিয়েছে ফতুল্লা থানা আওয়ামী লীগের সুযোগ্য সদস্য আতাউর রহমান নান্নু। এমন মহৎ উদ্যোগ নেয়ায় আমি তাকে ধনবাদ জানাই।

কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আল কাফী নিশান, নারায়ণগঞ্জ আইন কলেজের সাবেক এজিএস মহিউদ্দিন, ফতুল্লা থানা যুবলীগ নেতা জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ইমরান, পারভেজ আহমেদ রওনক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি টিপু সুলতান, জেলা ছাত্রলীগের উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল ইসলাম সুজন, ফতুল্লা ব্লাড ডোনার্সের সভাপতি আশ্রাফুল ইসলাম তকির, সাধারণ সম্পাদক এস. এম সানি, জেলা ছাত্রলীগ নেতা আজমত, হানিফ, ফয়সাল, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ক্লিন্টন, সোহাগ, শিমুল, আকাশ, পল্টন, রাতুল প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত