নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ৫ রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান নিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ জুলাই বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটে দেলপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো ঢাকা ডেমরার মৃত জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন স্বাধীন (৪৬), বরিশালের বাবুগঞ্জ থানার চাদপাশার ইউনুছ আলীর ছেলে সজিব হোসেন (২৫) ও ভোলার দক্ষিণ বালিয়া এলাকার আবুল কালামের ছেলে হাসনাইন ওরফে হাসান (২৩)। তারা দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড ও টাওয়ারপাড় এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে।
ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, মোঃ কালাম সংঙ্গীয় ফোর্সসহ স্পেশাল-২৩ ( ডে নাইট) ডিউটি করাকালে আসামীদ্বয়কে একটি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।