ফতুল্লায় দুই ভুয়া ডিবি আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় একটি প্রাইভেটকারসহ দুই ভুয়া ডিবিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ মে) ভূঁইগড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো, আসলাম আলী ও সাইফুল ইসলাম টুটুল।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, নিয়মিত টহলে থাকা অবস্থায় একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে সিগন্যাল দেয়া হয়। এতে গাড়িটি না থামিয়ে দ্রুতগতিতে চলে যায়। পরে ধাওয়া করে গাড়িসহ দুজনকে আটক করা হয়। তাদের পরনে ডিবি নারায়ণগঞ্জ কটি ছিল।

তিনি বলেন, আটকরা দীর্ঘদিন ধরে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঢাকা ও এর আশপাশে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

add-content

আরও খবর

পঠিত