ফতুল্লায় দুই ছিনতাইকারী আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ছিনতাইয়ের টাকাসহ ২ ছিনতাইকারীকে আটক করে পুলিছে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে লিংক রোডের শিবু মার্কেট এলাকায় মৌমিতা যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, জামাল(৩৫) ও জুয়েল (৪০)। আটককৃত ছিনতাইকারী জামাল সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আ. সাত্তারের ছেলে এবং জুয়েল রাজধানীর শ্যামপুর এলাকার আনোয়ারের ছেলে।

ছিনতাইয়ের শিকার প্রাইম টেক্সটাইল মিলের কর্মকর্তা আতাউর রহমান জানান, ১লাখ টাকা নিয়ে দুপুর ১২টায় ফতুল্লার দেলপাড়া থেকে মৌমিতা পরিবহনের বাসে চাষাঢ়ায় সোনালী ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন। বাসটি শিবুমার্কেট আসার পর পাশের সিটে থাকা একজন জানালা দিয়ে বমি করার ভাব ধরে। তখন তাকে ধরার চেষ্টা করলে পাশের সিটে বসে থাকা আরেকজন যাত্রীবেশী ছিনতাইকারী পকেট থেকে টাকা নিয়ে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী ধাওয়া করে তাদের দুইজনকে আটক করে।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ছিনতাইকারী দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করেছে ছিনতাইয়ের শিকার আতাউর রহমান।

add-content

আরও খবর

পঠিত