নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় অটো রিক্সা ও ট্রাকের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এসময় দুইটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
রাতে ফতুল্লার বটতলা রেললাইন এলাকায় অবস্থিত ট্রাক স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। এসময় পাগলা শাখা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ণের অন্তুর্ভূক্ত খাজা গরীবে নেওয়াজ মালিক শ্রমিক ঐক্য পরিষদের অফিস ভাংচুর করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের।
তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে কাউকে আটক করা যায়নি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ব্যাপারে ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।