ফতুল্লায় ডিবির অভিযানে ১৫-শ পিস ইয়াবাসহ ২ নারী বিক্রেতা আটক

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ (স্টাফ রির্পোটার) : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের অভিযানে আলীগঞ্জ রেললাইন পিলকুনী রোডস্থ এলাকা থেকে ১৫-শ পিস ইয়াবাসহ ২ নারী বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। সোমবার ৮ই আগস্ট দুপুর দেড়টায় ফতুল্লা মডেল থানাধীণ আলীগঞ্জ রেললাইন পিলকুনী রোডস্থ জনৈক মো: হারুন উর রশিদ এর ২য় তলার কক্ষে আসামীদ্বয়সহ উক্ত মাদকদ্রব্য উদ্বার করা হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা বিভাগ নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই ফিরোজ আহমেদ মুন্সি, এস.আই মো: মজিবুর রহমান, এস.আই মো: আবুল কালাম আজাদ, এস.আই মো : ইব্রাহীম মিয়া সংগীয় ফোর্সসহ ফতুল্লা মডেল থানাধীণ আলীগঞ্জ রেললাইন পিলকুনী রোডস্থ জনৈক মো: হারুন উর রশিদ এর ২য় তলার ভাড়াটিয়া পলাতক আসামী মো: রুহুল আমিন (৩৭) পিতা- ইসহাক মিয়ার উত্তর পাশের কক্ষে উভয় সাং- আলীগঞ্জ রেললাইন পিলকুনী রোড, থানা- ফতুল্লা, জেলা- নারানারয়ণগঞ্জ হইতে ১। মোসা: রিনা আক্তার  (২৩), স্বামী- মো: রুহুল আমিন, ২। মোসা: রুপালী (২৫) পিতা আব্দুল হক, আসামীদ্বয়কে আটক করা হয়।

উক্ত আটকদ্বয়ের দেখানো মতে ঐ কক্ষের বিছানার নীচ হইতে ৩০ টি সাদা জিপারে ভর্তি ৫০ পিস করিয়া সর্বমোট ১৫০০ শত পিস ইয়াবা উদ্বার কার হয়। যাহার মূল্য আনুমানিক ৪,৫০০০০ ( চার লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা। এব্যাপারে আটককৃত আসামীদ্বয় ও পলাতক আসামীর বিরুদ্বে ফতুল্লা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীণ রয়েছে।

add-content

One thought on “ফতুল্লায় ডিবির অভিযানে ১৫-শ পিস ইয়াবাসহ ২ নারী বিক্রেতা আটক

  1. এরকম অবিজান যদি খানপুর সরদারপাড়া হেনার বাড়ির সাবেক ভুরির বাড়িতে চলানো হত তাহলে মা মেয়ে সহ আরো অনেক ইয়াবা বিক্রেতা হাতেনাতে ধরা পরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত