নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ রেললাইনে ১২ জানুয়ারি মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা (৭৫) মৃত্যু হয়েছেন। খবর পেয়ে জিআরপি পুলিশ রাত ১২টায় লাশ উদ্ধার করে কমলাপুর স্টেশন থানায় নিয়ে যায়।
জিআরপি পুলিশের এসআই মোখলেছুর রহমান জানান, রাত পৌনে ১১টায় কমলাপুর থেকে ছেড়ে আসা রাতের শেষ ট্রেনের সঙ্গে অজ্ঞাত বৃদ্ধের ধাক্কা লাগে। এতে ওই বৃদ্ধার মাথার খুলি উড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরনে সাদা পাঞ্জাবি ও লুঙ্গি, মুখে ছিল সাদা দাড়ি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।