নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় ট্রাক চাপায় রুহুল আমিন (৪০) নামে এক লেবার শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল কিশোরগঞ্জ জেলার নিখলী থানার জালালপুর গ্রামের। তার বাবার নাম আ. হাই। সে ফতুল্লার ঢালীপাড়া এলাকার আবেদ আলীর বাড়িতে ভাড়া থেকে ধর্মগঞ্জে ইসলামীয়া এন্টারপ্রাইজে কয়লা লোড আনলোডের কাজ করে।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করেছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হবে।