নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রাণঘাতী করোনা ভাইরাসের এই দু:সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা আবু মো. শরীফুল হক। খাদ্য সামগ্রী নিয়ে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। মঙ্গলবার দুপুরে ফতুল্লা লালপুর পৌষাপুকুর পাড়, চৌধুরী বাড়ি, সরকার বাড়ি এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় শরীফুল হক বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে। দু:সময়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই আমাদের রাজনীতির স্বার্থকতা।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জাফর, ছাত্রলীগ নেতা রাসেল চৌধুরী, কাজল চৌধুরী, কনক সরকার, সৈয়দ মো. শাওন প্রমুখ।