ফতুল্লায় চুরির মামলা, আড়াই ঘন্টার মধ্যে পুলিশের চার্জশিট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ফতুল্লা মডেল থানায় একটি চুরি মামালা দায়ের করার আড়াই ঘন্টার মধ্যে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) জমা দেওয়া হয়েছে। ৫ই জুলাই সোমবার দুপুর চারটায়  মামলা হলে বেলা সাড়ে ৬টার মধ্যে মামলার সকল কার্যক্রম শেষ করে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার উপ-পরিদর্শক সুকান্ত দত্ত আদালতে ওই মামলার অভিযোগ পত্র দাখিল করেন।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, পাগলা মেরিএন্ডারসন আবাসিক ভবনের বিপরীত পাশের পাকা রাস্তার উপর থেকে তিন চোর শান্ত (২০), আরিফ (২২) ও আমির আলী (৪৪) কে ৩০০ কেজি চোরাই রড ও একটি ভ্যান গাড়ী  সহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা দায়েরের আড়াই ঘন্টার মধ্যে মামলার সকল কার্যক্রম শেষ করে মামলার অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা।

add-content

আরও খবর

পঠিত