নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চাঁদাবাজ কাইল্লা আক্তার (৪২) এর অত্যাচারে অতিষ্ট ইসদাইর ও অক্টোঅফিস এলাকার ব্যাবসায়ী ও স্থানীয়রা। এবার চাদাঁ না দেয়ায় লোকমান হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে আক্তার হোসেন ওরফে কাইল্যা আক্তার। শুক্রবার (৩১ মে) বেলা ৩টায় অক্টোঅফিস পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। লোকমান হোসেন ফতুল্লার অক্টোঅফিস পানির ট্যাংকি এলাকার আব্দুল হামিদের ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, লোকমান হোসেন পানির ট্যাংকিস্থ গোডাউন দিয়ে জোট ব্যবসা করে আসছে। বিভিন্ন সময় আক্তার হোসেন ওরফে কাইল্যা আক্তার তার কাছে চাঁদা দাবি করতো। বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করতো। চাঁদা না দেয়ায় সে তার ব্যবসায় ব্যঘাত করে আসছিলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ৩টার দিকে তার সহযোগি অজ্ঞাত নামা ২/৩ জন লোক নিয়ে এসে তার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে লোকমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গোডাউনে প্রবেশ করে ভাংচুর করার চেষ্টা করে।
এসময় সে প্রতিবাদ করায় তাকে এলোপাথোড়ী মারধর করে রক্তাক্ত জখম করে। এছঅড়াও মাথায় আঘাত করে রক্তজমাট গুরুতর জখম করে। অজ্ঞাত নামা লোকদের সহায়তায় তার সাথে থাকা ১৫০০ টাকা নিয়ে যায়। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসলে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে তার আত্মীয় স্বজনদের সহায়তায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া গিয়ে চিকিৎসা গ্রহণ করি।