নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় সেফটি ফাস্ট ফায়ার প্রটেকশন নামে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ০৭ জানুয়ারী ) দুপুরে জেলা পরিষদের পাশে বিলাস নগর এলাকায় এ ঘটনাটি ঘটে। দোকানের কর্মচারী নিহত রফিক নোয়াখালী জেলার লক্ষীপুর থানার বাসিন্দা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন ফতুল্লা মডেল থানার পুলিশ ও ফায়ার বিগ্রেডের কর্মকর্তা।
জানা গেছে, কোন ধরণের অনুমতি ছাড়াই কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজোসে অবৈধভাবে পরিচালিত ওই প্রতিষ্ঠানে জীবনের ঝুঁকি নিয়েই অগ্নি নির্বাপক যন্ত্র তৈরী ও কার্বন ডাই অক্সাইড, ড্রাই পাউডার ব্যবহার করা হতো।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক দেবাশীষ জানান, দোকানে সিলিন্ডার রাখার কাজ করার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।