ফতুল্লায় গৃহবধুকে নির্যাতন ও স্বজনদের পিটুনি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ফতুল্লায় যৌতুকের দাবীতে স্বামী সোহাগ কর্তৃক গৃহবধু তানহা দেওয়ানকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার  (১১ আগষ্ট) সন্ধ্যায় ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এমনকি গৃহবধুর পরিবারের স্বজনদেনকে পিটুনি দিয়ে রক্তাক্ত করেছে স্বামী সোহাগ ও তার পরিবার । এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছে গৃহবধূর পিতা আহত মোঃ লোকমান দেওয়ান। অভিযুক্তরা হলো- গৃহবধূর স্বামী সোহাগ, শ্বশুর আনিছুর রহমান হিরন শিকদার, শাশুড়ি ঝুনু।

গৃহবধূর পিতার অভিযোগে জানা যায়, সোহাগের সাথে এক বৎসর আগে তানহা দেওয়ানের বিবাহ হয়েছে। বিবাহের পর থেকে শ্বশুর-শাশুড়ির ইন্দনে স্বামী সোহাগ তার মেয়ের কাছ থেকে বিশ লক্ষ টাকা দাবী করে আসছে। আর বিলম্ব করায় তানহাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। এ খবর জানতে পেরে শুক্রবার গৃহবধুর পিতা লোকমানসহ তার শ্বশুর হাজী ইসমাইল হোসেন ও তার শ্যালক- মো. সাব্বির মিমাংসা করতে ধর্মগঞ্জ সোহাগ ও তার পরিবারের সাথে বসেন। সেখানে আবারো যৌতুকে দাবীতে উল্টো হুমকী দেয়। একপর্যায়ে যৌতুক দিতে অস্বীকার করলে তার মেয়ে তানহাসহ পরিবারের লোকজনকে বিবাদীরা লোহার রড, পাইপ ও লাঠি-সোঠা দিয়ে এলাপাথারীভাবে মেরে রক্তাক্ত করেছে। ওই ঘটনার সময় বিবাদীদ্বয় বাগির সামনে রাখা সাব্বিরের ছয় লক্ষ ছত্রিশ হাজার টাকা মূল্যের আর ওয়ান ফাইভ ইয়ামাহা মোটর সাইকেলটি ভাংচুর করে। এছাড়াও যৌতুকের বিশ লক্ষ টাকা না দিলে মেয়েকে তালাক দেয়ার হুমকি দেয়। এমনকি তাকেসহ পরিবারের লোকজনদেরকে প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান জানায়, তদন্ত করবো। আইনগতভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।

add-content

আরও খবর

পঠিত