নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা সংবাদ দাতা) : নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর দলের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে নাঈম নামে আরেক কিশোর৷ শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত হৃদয় ও হাবিব নামে দুই কিশোরকে আটক করেছে পুলিশ৷
নিহত সাকিল হোসেন নাইম জামালপুর সদরের বেয়ারা পলাশতলা গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। সে ইসদাইর এলাকার হারাধন বাবুর বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো।
স্থানীয়রা জানান, ইসদাইর বুড়ির দোকান নামে পরিচিত ওই এলাকায় প্রায় সময়ই কিশোর গ্যাং এর মধ্যে মারামারি হয়৷ মাঝে মাঝে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিতেও দেখা যায়। দীর্ঘদিনের বড় ভাই, ছোট ভাই সম্বোধন ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে৷ দুই পক্ষের মারামারির ঘটনায় আটক হৃদয় ছুরিকাঘাত করে নাইমকে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াাধীন রয়েছে৷