নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লা থানার তল্লা এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাড়িগাও গ্রামের মনির হোসেনের ছেলে রনি, মুন্সিগঞ্জের হাট লক্ষিগঞ্জ গ্রামের হাশেম মিয়ার ছেলে হৃদয়।
ওই কিশোরীর বাবা জানান, তিনি পেশায় একজন সিএনজি চালক। পরিবার পরিজন নিয়ে ফতুল্লার তল্লা এলাকায় বসবাস করেন। গত ১১ ফেব্রুয়ারি কিশোরীকে ফুঁসলিয়ে তার চাচার ভাড়া বাড়িতে নিয়ে যায় রনি। এরপর সেখানে রনি ও তার ৩ বন্ধু কিশোরীকে শারীরিকভাবে নির্যাতন করে।
তিনি আরও জানান, রাতে মেয়েটি বাসায় ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে ১২ ফেব্রুয়ারি সকালে সে বাসায় ফিরে আসে। এ সময় পুরো ঘটনা তার মায়ের কাছে সে খুলে বলে। পরে এ ঘটনায় ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করি।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, কিশোরীর বাবার দেওয়া অভিযোগের প্রেক্ষিতে আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার ভোরে তল্লা এলাকা থেকে মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়। পলাতক অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।