নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় সাজ্জাদ নামে হানিফ পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন। বুধবার রাতে ফতুল্লার ভূইগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কভার্ডভ্যানটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।
হানিফ পরিবহনের চালক রতন জানান, প্রথমে তাদের বাসটি ধাক্কা দিয়ে সাইনবোর্ড এলাকা থেকে দ্রুতগতিতে কাভার্ডভ্যানটি শহরে আসছিল। ভূইগড় এলাকায় গাড়িটি আটকানোর চেষ্টা করা হয়। এ সময় হেলপার সাজ্জাদকে চাপা দিয়ে কাভার্ডভ্যানটি চলে যায়। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ নিহত হন।
সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।