নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রির্পোটার ) : ফতুল্লা থানার বিসিক শিল্প নগরীর বোর্ড কাটন ব্যবসায়ী নুরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সে মাসদাইর ঘোষের বাগ এলাকার মৃত আজিজ কাসামীর ছেলে। ১৯ জানুয়ারি শনিবার বিকাল সাড়ে ৩টায় মাল বিক্রির কথা বলে ডেকে নিয়ে শাসনগাঁওস্থ এলাকায় জোর পূর্বক আটক করিয়া এলোপাতাড়ী মারধর করা হলে সে গুরুতর আহত হয়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, বিসিক এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল, মুন্না, ও রনি সহ আরো আট দশ জন অজ্ঞাতরা দেশীও অস্ত্র, রড ও রামদ্যা দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে। আহত নুরুল ইসলামের আত্মচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এলে এর আগেই সন্ত্রাসীরা তার পকেটে থাকা নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়।
অভিযোগে আরো জানা যায়, দীর্ঘদিন যাবত নুরুল ইসলাম বিসিক শিল্প নগরীতে সুনামের সাথে ব্যবসা করে আসছে। মাল আছে বলে সেম্পল নিয়ে তার গোডাউনে গিয়ে দরদাম করে মাল আনতে শাষনগাও ভাঙ্গা এলাকায় যেতে বলে। নুরুল ইসলাম মাল আনতে ভাঙ্গা এলাকায় বিকালে পৌছালে ঝাপটে ধরে ভাঙ্গা ক্লাব এর ভীতর নিয়ে এলোপাতারী মারধর করে ও নিলা ফুলা আঘাত প্রাপ্ত হন।