নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেনের হস্তক্ষেপে যুবককে হত্যার চেষ্টা ও ১৯ দিন আটকে রাখার ঘটনায় মামলা দায়ের এবং ৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত ২৯ জুন রাতে সিহাচর হাজী বাড়ি সংলগ্ন একটি গলিতে ডেকে নিয়ে রোমানকে ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করে স্থানীয় কিছু সন্ত্রাসীরা। রোমানের চিৎকারে তাপকে বাঁচাতে তার ৩ বন্ধু ছুটে আসলে তাদের উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়। পরে আহত রোমানকে উদ্ধার করে খানপুর হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কিছু দিন চিকিৎসা নেয়ার পর তাকে বাসায় পাঠায় চিকৎসক। এরপর আহতের পিতা তোফাজ্জলকে থানায় যেতে নাদিয়ে বরংচ নজর বন্দী রাখে স্থানীয় বিএনপি নেতা এস এম ফারুক গংরা।
পরবর্তীতে ঘটনা পর ১৯ দিন পর এক সাংবাদিককে ঘটনাটি জানালে তিনি সাথে সাথে ওসি ফতুল্লাকে অবহিত করেন। ঘটনা শুনে ওসি আসলাম হোসেন দ্রুত ব্যবস্থা নিয়ে এস আই ইলিয়াসকে নির্দেশ দেন। ওই দারোগা কৌশল অবলম্বন করে আসামীদের থানায় নিয়ে আটক করে আদালতে প্রেরন করেন। তবে মূল আসামী ফারুক এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আহতের পিতা তোফাজ্জল জানান, আমি আমার সন্তানকে হত্যার চেষ্টাকারীদের কঠোর শাস্তি কামনা করছি। একই সাথে এঘটনায় জড়িত প্রভাবশালীকেও যাতে গ্রেপ্তার করা হয় সে অনুরোধও জানান তিনি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, ফতুল্লা মডেল থানা হলো গরীব-দু:খিদের থানা। এখানে কোন প্রভাবশালী বা অপরাধীদের কোন প্রকার ছাড় দেয়া হয় না। তবে সকলের সহযোগীতা পেলে আমরা আরও ভাল ভাবে জনগণের সেবা দিতে পারব।