ফতুল্লায় এ্যালকোহল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় মাদক বিক্রিরত অবস্থায় ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  এসময় তাদের কাছ থেকে এক বোতল দেশীয় তৈরি এলকোহল, ৫০০গ্রাম গাঁজা, ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

রবিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মধ্যনগর চর বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. জুয়েল (৩২), মো. হেমায়েত শেখ (২৫), সঞ্জয় তালুকদার (২৫)।

র‌্যাব এর সূত্রে জানা যায়, গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল ফতুল্লা মডেল থানাধীন মধ্যনগর চর বক্তাবলী এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় মাদক বিক্রিরত অবস্থায় আসামীদের গেফতার করা হয়। আসামীরা এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে অসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে। যাহার মামলা নং-৮৯, তাং-২৩/০৭/২০১৮ ইং, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ক্রমিক নং ৭(ক)/ ২২ (গ)/৩৩।

উল্লেখিত গ্রেফতারকৃত আসামী মো. জুয়েল এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানাসহ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানায় ইতিপূর্বেও ০১টি মাদক মামলাসহ সর্বমোট ০৫টি মামলা দায়ের বয়েছে বলে জানা যায়।

add-content

আরও খবর

পঠিত