নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ীকে ২৫ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। ২৫ জুলাই সোমবার দুপুর ২:৩০ মিনিটে ফতুল্লার শহরের গলাচিপা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো শহরের গলাচিপা এলাকার সত্য সাহার ছেলে সজীব ওরফে জয়ন্ত (২৬) ও গলাচিপা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে সেলিম মিয়া (৪০) এবং একই এলাকার মাইনউদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৮)। আটককৃতদের মধ্য থেকে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারীক সজীব ওরফে জয়ন্ত এবং রাকিব হোসেন ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং সেলিম মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের শহরের গলাচিপা এলাকায় মাদকের স্পটে হানা দিয়ে ২৫ পিচ ইয়াবাসহ তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের তাৎক্ষনিকভাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারীকের আদালতে হাজির করা হলে আটককৃতদের মধ্য থেকে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক ব্যবসায়ী সজীব ওরফে জয়ন্ত এবং রাকিব হোসেন পৃথক ভাবে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং সেলিম মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রসঙ্গ, এর আগেও ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান বিপুল পরিমান মাদক উদ্ধারসহ ফতুল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের মধ্য দিয়ে ফতুল্লাবাসীর মনজয় করে নিয়েছে। ফতুল্লাবাসী দাবি করেন, শিল্পাঞ্চল এলাকা হিসেবে পরিচিত ফতুল্লায় এস আই মিজানের মত দক্ষ কয়েকজন অফিসার থাকলে শতভাগ মাদক নিমূল করা সম্ভব না হলেও সহনীয় পর্যায়ে থাকবে। তাই তারা এস আই মিজানকে সাধুবাদ জানিয়ে জেলা পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন দারোগা মিজানের মত নারায়ণগঞ্জে একাধিক পুলিশ অফিসারের প্রয়োজন।