ফতুল্লায় এক মানুষিক রোগী নিখোঁজ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (প্রস বিজ্ঞপ্তি): নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম সিহাচর এলাকার বাসীন্দা কাজী আবু তাহেরের পুত্র কাজী আবু সাইদ (৪০) নিখোঁজ রয়েছেন। ২৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় সে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। নিখোঁজ আবু সাইদ মানুষিক প্রতিবন্ধি। পরিবারের লোকজন তাকে খোঁজ করে না পেয়ে ফতুল্লা থানায় তার ছোট ভাই কাজী ইয়াছিন বাদী হয়ে একটি সাধারন ডায়রি করেন। যার নং-১৩০২ তাং-২৬-০৯-১৬ ইং। যদি কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান দিতে পারেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকিব। এছাড়া নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হল। যোগাযোগ-০১৭৬৭৪৪১৪৮৪,০১৯১৫৬৮৮১৫১,। নি¤েœ তার বর্ননা দেয়া হইল, নাম কাজী আবু সাইদ, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল-লম্বাটে, পড়নে ছিল চেক লুঙ্গী ও চেক সার্ট।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত