ফতুল্লায় ঈ‌দের রা‌তেই বন্ধুকে ছুরিকাঘাতে খুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  ফতুল্লায় ঈ‌দের রা‌তেই বন্ধুর ছুরিকাঘাতে ফেরদৌস (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৫ মে) রাত ১টায় ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস পটুয়াখালী জেলার শুভডুগী গ্র‍ামের আব্দুল মিয়ার ছেলে। তারা উভয়েই মুসলিমনগর একই এলাকার  বা‌সিন্দা।

এ‌দি‌কে পালিয়ে যাওয়ার সময় ঘাতক বন্ধু রা‌কিব (২৭) কে আহত অবস্থায় পঞ্চবটি থেকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। খুনি রাকিব শরিয়তপুর জেলার পোপনচর গ্র‍ামের সোবহান মিয়ার ছেলে।

নিহতের স্ত্র‍ী সাদিয়া জানান, এক মাস আগে ফেরদৌসের সাথে তার বিয়ে হয়। তার স্বামীর সাথে রাকিবের বন্ধুত্ব ছিল। কিন্তু কি দ্ব‌ন্ধে তার স্বামী‌কে খুন করা হল জা‌নেন না।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মামুন বলেন, নিহতের পেটে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রি‌পোর্ট পে‌লে বিস্তা‌রিত জানা যা‌বে।

add-content

আরও খবর

পঠিত