নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ফতুল্লায় ইন্টারনেট অফিসে ঢুকে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। পঞ্চবটি এলাকায় এসএইচ প্লাজার ২য় তলায় সুপ্রিম আইটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পঞ্চবটি এলাকার মো. ফরিদকে দায়ী করে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরী করেছে ভুক্তভোগী সুপ্রিম আইটি প্রতিষ্ঠানে সত্তাধিকারী রাসেল। তাছাড়া ৪ঠা এপ্রিল সোমবার বিকালে পঞ্চবটি এলাকায় ইন্টারনেট ব্যবসায়ীরা তার গ্রেফতার দাবী করে মানবন্ধন করেছে। এদিকে জানা যায়, সুপ্রিম আইটি প্রতিষ্ঠানটি বিটিআরসির লাইসেন্সধারি প্রতিষ্ঠান।
ডায়েরীতে ভুক্তভোগী উল্লেখ করেছে, মো. ফরিদ দীর্ঘদিন যাবৎ তার প্রতিষ্ঠান হইতে বিনা পয়সায় ইন্টারনেট লাইন নেওয়ার চেষ্টা করিয়া আসিতেছিল। ৩ বছর পূর্বে বিবাদী তার প্রতিষ্ঠান হতে বিবাদীর বাসায় মাসিক ৬ শত টাকা হারে ইন্টারনেট সংযোগ নেয়। বিবাদী ইন্টারনেট সংযোগ নেয়ার পর হতে তাকে কোন মাসিক টাকা প্রদান করে নাই এবং লাইনে কোন সমস্যা হইলে বিবাদী ব্যবসায়ীকে সহ তার স্টাফদেরকে গালিগালাজ করে থাকে। গত ৩ই মার্চ রাত সাড়ে ৮টায় বিদ্যুৎ না থাকায় কিছু সময়ের জন্য নেট লাইনের সমস্যা থাকায়। ফরিদ তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে বিবাদী তার অফিসে প্রবেশ করে ভাংচুর করতে থাকে। সে বাধা নিষেধ করলে বিবাদী তাকে এলোপাথারী কিল, ঘুষি ও গলা চেপে ধরে। বিবাদী তার অফিসে ভাংচুর করে অনুমান ১৫/১৬ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। বিবাদী ফরিদ তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়া চলে যায়।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন জানায়, আমি ফরিদকে ফোন দিয়েছিলাম। তার নাম্বারটি এখন বন্ধ পাওয়া যাচ্ছে। তবে আইনগতভাবে যা করার সে ব্যবস্থা আমরা নিবো।