নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা থানার মাসদাইর ভূইয়ার বাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট। সোমবার (২০ মে) দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ গণমাধ্যমে পাঠানে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলে্া, আবু সাঈদ (২৪) ও এসএম মাহাদী হাসান ওরফে গোলাম রাব্বী (২৬)।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন উদ্দিন জানান, র্যাব-১১ এর আওতাধীন এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্থানে ক্রমাগত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৯ মে দিনগত রাত ১১টায় দুইজনকে গ্রেফতার করা হয়।
আবু সাঈদ (২৪) মূলত ২০১১ সালে আদর্শ স্কুল থেকে এসএসসি পাশ করে এবং ২০১৬ নারায়ণগঞ্জ মেরিন একাডেমী থেকে মেরিন বিষয়ে ডিপ্লোমা করে। পড়াশোনার পাশপাপাশি ২০১৫ সালের দিকে অনলাইনে কাপড়ের ব্যবসা শুরু করে। ২০১৪ সালে চরমোনাই পীরের অনুসারী ছিলেন। চমোনাই পীরের বিভিন্ন মাহফিলে গিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়।
পরবর্তীতে ফেসবুকে বিভিন্ন উগ্রবাদী পোস্ট পড়ে এবং ইউটিউব দেখে উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। পরবর্তিতে কথিত বড়ভাই এর মাধ্যমে ২০১৬ সালে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এ যোগদান করে। আনসার আল ইসলাম এ যোগদানের পর সে সংগঠের দাওয়াতি কাজ করত। সে ফেইজবুকে ও অনলাইনের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী লেখা পোষ্ট করত এবং তা শেয়ার করে মানুষের মধ্যে পৌছে দিত।
২০১৭ সালের শেষের দিকে নারায়ণগঞ্জে রাইটার্স নোট নামক ফিল্যান্সিং ব্যবসা শুরু করে। তার ফিল্যান্সিং অফিসে নিয়মিত আনসার আল ইসলামের হালাকা অনুষ্ঠিত হত এবং এই হালাকায় নারায়ণগঞ্জ ছাড়াও আশেপাশের জেলাগুলো হতে আনসার আল ইসলামের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপন্থিত হত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
আবু সাঈদ নারায়ণগঞ্জের আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সমন্বয়ক হিসাবে কাজ করত। আবু সাঈদ ও এসএম মাহাদী হাসান গোলাম রাব্বী দুজনের বাসা একই এলাকায় হওয়ায় আবু সাঈদের সাথে তার পরিচয় হয়। তার মাধ্যমে এসএম মাহাদী হাসান গোলাম রাব্বী আনসার আল ইসলামে (আনসারুল্লাহ বাংলা টিম) যোগদান করে। সে আনসার আল ইসলামের দাওয়াত পাওয়ার পরে সংগঠনটির পক্ষে দাওয়াতি কাজ করত ও অনলাইনের মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার করত বলে জানা যায়। এছাড়াও এসএম মাহাদী হাসান গোলাম রাব্বী সংগঠনটির ইয়ানত কালেকশন করত বলে স্বীকার করেছে।