নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফাহিম (১৯) নামের এক চোরকে ১ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসীনের আদালত বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন। রিমান্ডের আসামী ফাহিম গাজীপুর টঙ্গি হায়দারাবাদ এলাকার মৃত ফজলুল হকের ছেলে।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, আসামীকে আদালতে উপস্থিত করে ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৩মার্চ সকালে ফতুল্লার সাইবোর্ড এলাকা চেকপোষ্টে চেক করার সময় ফাহিম দৌড়ে পালাতে যায়। এ সময়ে তাকে আটক করা হলে তার কাছ থেকে ১৪ আনা পরিমান স্বর্নের একটি রুলি। ১ লাখ ৯০হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি এ সকল তিনি চুরি করে এনেছেন।