নারায়ণগঞ্জ বার্তা ২৪ (খায়রুল ইসলাম) : আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে শামীম ওসমান ও তার স্ত্রী লিপি ওসমান সমর্থিত প্রার্থী মোঃ ফাইজুল ইসলামের অটো রিকশা মার্কার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় কুতুবাইল ব্যাংকের মোড়ে যুবলীগ নেতা হাজ্বী আজমত আলীর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
এই সময়ে শাহ নিজাম বলেন ফাইজুল নির্বাচিত হলে ৮ জন চেয়ারম্যান হবে ফতুল্লা ইউপিতে।কারন এখানে ৮ জন প্রার্থী ছিল।নাগরিক অধিকার হচ্ছে ভোট প্রদান করা।আপনারা ভোট দিবেন।ফাইজুল ইসলাম নির্বাচিত হলে সরকারী অনুদান যথাযথা ভাবে ব্যবহার হবে। ৯ মার্চ সারাদিন অটো রিকশা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানান।
যুবলীগ নেতা হাজ্বী আজমত আলী আসন্ন উপজেলা নির্বাচনে ফাইজুল ইসলামকে নির্বাচিত করবো তার জন্য আপনারা আপনাদের আত্নীয় স্বজন নিয়ে নির্বাচন কেন্দ্রে এসে অটো রিক্সা মার্কায় ভোট দিবেন।
আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, শ্রমিক নেতা আব্দুল কাদির,নাসিক কাউন্সিলর ইফতেখার আহম্মেদ খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এমএ রাসেল প্রমুখ।
উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি হাজ্বী মোঃ সজীব,সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন যুবলীগ নেতা নাহিদ হাসান সবুজ,যুবলীগ নেতা নাহিদ হাসান প্রমুখ।