নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : করোনা ভাইরাসের প্রভাবে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়া খেটে খাওয়া মানুষদের মাঝে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দিন ব্যাপী ফতুল্লার এক হাজার পরিবারের মাঝে অয়ন ওসমানের পাঠানো খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল। ফতুল্লার স্বস্তাপুর, শিবু মার্কেট, কুতুবাইল, কায়েমপুর, গাবতলা, কোতালের বাগ, পূর্ব নামাপাড়া, পশ্চিম নামাপাড়া, নয়া মাটিসহ বিভিন্ন এলাকার সড়কের রিক্সা চালক, দিন মজুর ও খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন শাহরিয়া রেজা হিমেল।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর রিয়াদ হৃদয়, দপ্তর সম্পাদক রেজাউল করিম, জেলা ছাত্রলীগ নেতা তামিম আহাম্মেদ, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা রাকিব, সজীব, অলি, সোহান, শুভ, ইমরান প্রমূখ। শাহরিয়া রেজা হিমেল জানান, ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে অয়ন ওসমানের পাঠানো ১ হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ৪ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আটা, ১ কেজি ডালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। হিমেল আরো জানান, আগামী এক সপ্তাহ টানা ফতুল্লার বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে ও ২ হাজার মাস্ক বিতরণ করা হবে।