ফতুল্লায় অটো-ব্যাটারির দোকানে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জে ফতুল্লার ভোলাইল বড় মসজিদ এলাকায় মায়ের দোয়া নামে একটি অটো-ব্যাটারির দোকানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৮ আগস্ট রবিবার রাত সাড়ে ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২ ঘন্টা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের চেষ্টার পর রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে জানা যায়নি।

মায়ের দোয়া অটো ও ব্যাটারির মালিক জাহিদুল ইসলাম জাহিদ জানান, রাতে হঠাৎ করে আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসি। ঈদের আগে দোকানে নতুন ব্যাটারি তোলা হয়েছিল। আগুনে দোকানে সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নির্নয় করতে পারিনি।

add-content

আরও খবর

পঠিত