ফতুল্লার সস্তাপুরে করোনায় আক্র‍ান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু, বাড়ি লকডাউন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিউদ্দিন (৬০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। হাসপাতালের পক্ষ থেকেই তার দাফন সম্পন্ন করা হয়েছে। ব্যবসায়ী মহিউদ্দিন ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকার মৃত আলেক চান বেপারীর বড় ছেলে। তিনি ইটাখোলার ব্যবসায়ী ছিলেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মহিউদ্দিনের বাড়ি প্রশাসনের পক্ষ লকডাউন করা হয়েছে। একই সঙ্গে তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন তারও খোঁজ-খবর নেয়া হচ্ছে।

তিনি আরও জানান, পুলিশ ওই এলাকার জনসাধারণকে সচেতন করার জন্য মাইকিং করেছে। এ পরিস্থিতিতে কেউ যাতে বাড়ির বাইরে না যায় এ জন্য বার বার অনুরোধ করা হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত