ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী মোল্লা রাসেল গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪  :  নারায়ণগঞ্জের ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেল ওরফে মোল্লা রাসেল (৩৩) কে গ্রেফতার করেছে  থানা পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানা যায়। ১৯ জানুয়ারি মঙ্গলবার  ভোর রাতে দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ওরফে মোল্লা রাসেল ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকার মৃত আমজাদ মোল্লার পুত্র।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, গ্রেফতারকৃত রাসেল ওরফে  মোল্লা রাসেল দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। মঙ্গলবার ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে  দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত  রাসেল ওরফে মোল্লা রাসেলের বিরুদ্ধে অস্ত্র, মাদক সহ ১৫টি মামলা রয়েছে বলে তিনি জানান।

add-content

আরও খবর

পঠিত