নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লার শিবু মার্কেট যার নামকরণে হয়েছে সেই সাবেদ আলী শিবু আর নেই। গত ২৯ই জুন বৃহস্পতিবার রাত ১০টায় ফতুল্লার সস্তাপুরস্থ মধ্যপাড়ার নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন, ( ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুমের নামাজে জানাযা শুক্রবার বাদ জুম্মা সস্তাপুরস্থ লিংক রোড সংলগ্ন অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ ফতুল্লার কুতুব আইল পিঠালীপুল কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে মরহুম সাবেদ আলী শিবু ১স্ত্রী ২পুত্র, ২কণ্যা ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী অত্মার শান্তি ও মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন মহুমের বড় পুত্র মোঃ জাহাঙ্গীর আলম।