নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী শাহাদাৎ (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে কায়েমপুর এলাকায় র্যাব-১১, সিপিসি-১ অভিযান পরিচালনা করা হলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় নাশকতাসহ একাধিক মামলা এজাহারভুক্ত রয়েছে।
জানা গেছে, সে পতীত সরকারের আমলে নাশকতা মামলায় অভিযুক্ত। এছাড়াও ফতুল্লা থানার ,এফআইআর নং-০৭, তারিখ- ০৬ অক্টোবর ২০২৪; ধারা- ১৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড-১৮৬০ এ ০৩ নং এজাহারনামীয় আসামি।
এ বিষয়ে র্যাব-১১, সিপিসি-১ অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন কায়েমপুর থেকে শাহাদাৎকে গ্রেপ্তার করা হয়েছে। সে যুবলীগের সক্রিয় কর্মী ছিলো।