নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫এপ্রিল বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে কায়েমপুর জামিয়া ইবনে আব্বাস মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রনে আনতে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট চেষ্টা করেন।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, আগুনে ইসলাম মিয়ার বস্তির ৬০টি টিনের ঘর পুড়ে গেছে। এসব ঘরের মধ্যে ১৪টিতে ছিল ঝুটের গুদাম। অন্য ঘরগুলোয় গরিব লোকজন বসবাস করত।
রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনে সব ঝুট, মালপত্র ও অনেকের টাকা পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান।