ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়নের মুসলিম নগর নয়াবাজার এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে এ মানববন্ধনে এলাকার কয়েকশ’ বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, বিগত দিনের জনপ্রতিনিধিরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে এ জলাবদ্ধতা তৈরি হতো না। এখন সময় এসেছে সমস্যার সমাধান করতে।

নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা সব সময় জনগণের পাশে থাকতে চাই। আমাদের সুযোগ দিলে ইনশাআল্লাহ একটি ইনসাফপূর্ণ দেশ উপহার দেবো। দ্রুত সময়ের মধ্যে এ এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল মোমিন।

আবদুল মোমিন বলেন, আগামী ১৫ দিনের মধ্যে যদি দৃশ্যমান অগ্রগতি না দেখি, তাহলে এর চেয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, সালেহ আহমদ, মোক্তার হোসেন, ডা. আবুল হোসেন, মহিউদ্দিন ও আলম প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মুসলিম নগর এলাকায় জলাবদ্ধতার কারণে পাঁচ লাখেরও বেশি মানুষের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা বারবার অভিযোগ করলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

add-content

আরও খবর

পঠিত