ফখরুলরা পদ্মায় যাতায়াত করে, মোস্তাকরা আ.লীগে ঢুকার চেষ্টা করে : চন্দন শীল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেছেন, আওয়ামী লীগ যতবার নির্বাচন করেছে। বিপ্লব ঘটিয়েছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬তে চেষ্টা করেছিলেন দেশকে উন্নয়নের পথে নিতে। কিন্তু আমরা পিছিয়ে গিয়েছিলাম। কারণ দেশ বিরোধীরা মাথা চাড়া দিয়ে দাঁড়িযেছিল। তারপর এবার যখন আসলাম। পদ্মা সেতু নিয়ে কত কি হয়েছে। এখন দৃশ্যমান। বিএনপি অনেক কিছু বলেছে, কিছুই করতে পারেনি। পদ্মা দিয়ে এখন ফখরুলরা যাতায়াত করে। রবিবার ( ২৬ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় তোলারাম বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের নেত্রী বৈশ্বিকভাবে যুদ্ধ করে চলছে। তাই সকল ষড়যন্ত্র লড়াই করে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনা সরকারকে আনবো, এটাই আমাদের শপথ। কমিটিতে যারা আসবে, তারা কি করে। তাদের বাবা মা ও পরিবারের খোঁজ নিয়ে কমিটি দিতে হবে। মোস্তাকের বংশদররা এখনো আওয়ামী লীগে ঢুকার চেষ্টা করে। এজন্য স্বেচ্ছাসেবক লীগকে সোচ্চার হতে হবে। আগামী নির্বাচনের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।

বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উপমহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি ঊর্মী ঢালীর সভাপতিত্বে এবং জাতীয় পরিষদ সদস্য টিপু সুলতানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসবেক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসবেক লীগের সদস্য নজরুল ইসলাম মুন্সি, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, সাবেক সদস্য জেলা সাবেক সদস্য কায়কোবাদ রুবেল, সাবেক সদস্য জামির হোসেন রনি, জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি আলী আহসান মো. সজীবসহ স্থানীয় নেতাকর্মীরা।

add-content

আরও খবর

পঠিত