নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলায় ফকির নীটওয়্যার নামের একটি রপ্তানীমুখী প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। করোনার প্রভাবে যেখানে সারা বিশ্ব সহ বাংলাদেশের মানুষ অসহায়। সেখানে লকডাউন উপেক্ষা করে নিজেদের বেতন ও চাকুরী বহালের দাবীতে বিক্ষোভ করেছে উল্লেখিত প্রতিষ্ঠানটির শ্রমিকরা। রবিবার (১১ এপ্রিল) সকাল থেকে শহরের প্রেসক্লাব হয়ে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার অতিক্রম করে বিক্ষোভ কর তারা।
এরপর ফতুল্লার কাইয়ুমপুরস্থ ফকির নীটওয়্যার গার্মেন্ট ঘেরাও করে রাখে শ্রমিকেরা। সড়ক অবস্থান করে তারা আন্দোলন চালাতে থাকে।করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে অশৃঙ্খলতা সৃষ্টি হওয়ায় ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসে সকলকে মাইকিং করে সতর্ক করে। একপর্যায়ে মালিক পক্ষের সাথে শ্রমিক নেতাদের বৈঠকে পরিবেশ শান্ত হয়। তাদেরকে পুর্নবহালে মালিকপক্ষের সম্মতি পেলে তারা চলে যায়।
ওইসময় আন্দোলনরত শ্রমিকরা জানায়, আমাদেরকে বেতন দেয়ার কথা বলে এখন ছাটাই করছে। আমরা চাই আমাদের চাকরি বহাল রেখে বেতন পরিশোধ করা হোক।
শ্রমিক নেতা জানান, প্রধানমন্ত্রী নির্দেশ এটই মূহুর্তে কোন শ্রমিক ছাটাই করা যাবে না। কিন্তু ফকির নীট গায়ের জোরে শ্রমিক ছাটাই করছে। এটা মেনে নেয়া যায় না।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার এসআই মিজান জানান, তাদেরকে ছাটাই করে নাই, তবে আগামী ২৫ এপ্রিল এর পর তাদেরকে আবারো নিয়োগ দেয়ার কথা জানিয়েছে গার্মেন্টস কর্তৃপক্ষ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, আমরা বিষয়টি নিয়ে মালিক পক্ষের সাথে বসেছি। কোন ভাবে ছাটাই করা যাবে না। আমরা স্পষ্ট ভাবে বলে দিয়েছি কোন এই মুহুর্তে কোন প্রকার ছাটাই নকরা যাবে না। মালিক পক্ষ রাজি হয়েছে।