নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রতিহিংসার জের ধরে কোরবান আলী (২৮) নামে এক ব্যবসায়ীকে মারধরসহ দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২০ অক্টোবর ) রাত ৯টায় দেওভোগ পাক্কা রোডে মদিনা টেলিকম নামে একটি দোকানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আহত দোকান মালিক মো.কোরবান আলীর অভিযোগ পার্শ্ববর্তী দোকানদার রাজিব এন্টারপ্রাইজ এর মালিক ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এ হামলা চালিয়েছে।
এসময় দোকানের ক্যাশে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়েছে। এ বিষয়ে দোকান মালিক কোরবান আলী বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। যেখানে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হল, দেওভোগ পাক্কা রোড বড় মসজিদ এলাকার আহসান উদ্দিনের ছেলে রাসেল (৩৫), রাজিব (২৯) ও শান্ত(২৫), পিতা : অজ্ঞাত বিশাল, (২৬), এল.এন রোডের খোকন মিয়ার ছেলে ফয়সাল (৩৫)।
অভিযোগে আরো জানা যায়, মৃত রমজান মিয়ার ছেলে কোরবান আলী ও পাশ্ববর্তি দোকান মালিক রাসেল উভয়ই গ্যাস সিলিন্ডার বিক্রয়ের ব্যবসা করে আসছে। একই ব্যবসা হওয়ায় প্রতিহিংসার জের ধরে রাসেল, রাজিব গং হামলা চালিয়ে দোকানের বিভিন্ন জিনিস ভাংচুর করে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত সহ জখম করে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.আশরাফুল জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে চলে আসি। ওরা দুই জন একই ব্যবসা করে তাই এই দ্বন্দ্ব সৃষ্টি হয় বলে ধারনা করছি। থানা যেহেতু অভিযোগ হয়েছে সে অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিব।