প্রেসিডেন্ট পুলিশ পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের দুই কর্মকর্তা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সেবা, সহসিকতা এবং বীরত্বপূর্ণ অবদানের জন্য প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) এর জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশে ও র‌্যাব-১১ তে কর্মরত দুই কর্মকর্তা চূড়ান্ত মনোনীত হয়েছেন।

তারা হলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম এবং র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

প্রতি বছরের ন্যায় এ বছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পদক (পিপিএম) এর জন্য সারা দেশের ১শ ১৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মনোনীত করা হয়েছে। ইতোমধ্যে পদকের জন্য মনোনীত কর্মকর্তা ও সদস্যদের নাম তালিকা চূড়ান্ত করে পুলিশ সদর দপ্তর থেকে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আগামী দু একদিনের মধ্যে এই তালিকা গেজেট আকারে প্রকাশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই নতুন বছরের ৫ জানুয়ারি রাজারবাগে পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এসব পদক তুলে দিবেন।

প্রসঙ্গত, প্রতি বছর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, জঙ্গি দমন, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য রাষ্ট্রীয়ভাবে পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পদক (পিপিএম)- এ পুরস্কৃত করা হয়ে থাকে। যা বাংলাদেশ পুলিশে অত্যন্ত সম্মানজনক পদক হিসেবে বিবেচ্য। এই পদকে যারা ভূষিত হন তারা বিশেষ আর্থিক সুবিধাসহ নামের শেষাংশে এসব উপাধি স্বরূপ ব্যবহার করতে পারেন।

এর আগেও ২০১৮ সালে জঙ্গি দমনে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আলেপ উদ্দিন পেয়েছিলেন প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)। তিনি বর্তমানে আদমজী নগরে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

add-content

আরও খবর

পঠিত